বিসমিল্লাহির রাহমানির রাহিম
প্রিয় লোহাগাড়াবাসী,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি’র পক্ষ থেকে আপনাদের জানাই বিপ্লবী শুভেচ্ছা।
আজ একটি গৌরবময় দিন, একটি ঐতিহাসিক মুহূর্ত।
বিজয়ের এই দিন শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয়—
এটি একটি চেতনা, একটি সাহসিকতার গল্প,
এটি হাজারো শহীদের আত্মত্যাগের গর্বিত স্মৃতি।
এই বিজয়ের দিনটি স্মরণে
লোহাগাড়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় মিছিলে
সামিল হওয়ার জন্য সর্বস্তরের দেশপ্রেমিক জনগণ,
তরুণ প্রজন্ম এবং আমাদের সাহসী নেতা-কর্মীদের
উদাত্ত আহ্বান জানাচ্ছি।
এসো, বিজয়ের পতাকা নিয়ে রাস্তায় নামি,
স্বাধীনতার মূল্য রক্ষায় শপথ করি।
গণতন্ত্রের প্রতীক ধানের শীষের পক্ষে কণ্ঠ তুলে ধরি।
বিএনপির নেতৃত্বে
আবার ফিরিয়ে আনবো মানুষের অধিকার,
ভোটের অধিকার,
কথা বলার স্বাধীনতা।
চলো, বিজয়ের মিছিলে শামিল হই।
চলো, আবারও গড়ে তুলি দেশপ্রেমিক গণঐক্য।
নাজমুল মোস্তফা আমিন
আহ্বায়ক কমিটির সদস্য
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি
সাবেক আহ্বায়ক
লোহাগাড়া উপজেলা বিএনপি