আগামীকাল (১৩/১২/২৫) রোজ শনিবার বিকাল ৪ ঘটিকায় লোহাগাড়া ড. কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত দোয়া মাহফিলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। দোয়া মাহফিলে মহান আল্লাহ তায়ালার দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থ জীবন কামনা করা হবে।
দোয়া মাহফিলের মাধ্যমে দেশনেত্রীর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সমর্থন প্রকাশের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। সকল নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত থেকে দোয়া মাহফিল সফল করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে।