চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের মনোনয়নপত্র জমা
29 Dec 2025 নির্বাচন

চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের মনোনয়নপত্র জমা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী জনাব নাজমুল মোস্তফা আমিন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রার্থী জনাব নাজমুল মোস্তফা আমিন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নিকট আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিলকালে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নাজমুল মোস্তফা আমিন বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করাই তাঁর নির্বাচনে অংশগ্রহণের মূল লক্ষ্য। তিনি চট্টগ্রাম-১৫ আসনের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

শেয়ার করুন: