দেশনেত্রী  বেগম খালেদা জিয়ার ইন্তেকালে নাজমুল মোস্তফা আমিনের শোক
30 Dec 2025 শোক বার্তা

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে নাজমুল মোস্তফা আমিনের শোক

আপোষহীন দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জননেতা জনাব নাজমুল মোস্তফা আমিন। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক আপসহীন নেত্রী। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর আজীবন সংগ্রাম বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে।

তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবার, বিএনপির নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।

নাজমুল মোস্তফা আমিন আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ, ত্যাগ ও নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জাতি একজন সাহসী ও আপসহীন নেত্রীকে হারাল।

শেয়ার করুন: