এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক আপসহীন নেত্রী। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর আজীবন সংগ্রাম বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে।
তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবার, বিএনপির নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।
নাজমুল মোস্তফা আমিন আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ, ত্যাগ ও নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জাতি একজন সাহসী ও আপসহীন নেত্রীকে হারাল।