২৮ ডিসেম্বর ২০২৫, রবিবার লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের নেতৃবৃন্দের সঙ্গে নগরীর কাজীর দেওরীস্থ সমিতির স্থায়ী কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) সংসদীয় আসনের ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী এবং লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক জননেতা জনাব নাজমুল মোস্তফা আমিন বক্তব্য প্রদান করেন।
বক্তব্যে তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের নেতৃবৃন্দের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
মতবিনিময় সভায় সমিতির নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে গণতন্ত্রকামী শক্তির পক্ষে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।